মেয়ে পটানোর স্পেশাল ১০ টিপস
ভালোবাসা হল পবিত্র একটি অনুভূতি আর ভালোবেসে নারী সঙ্গ কোন পুরুষই না চায়! একাকীত্ব সকলকেই তারা করে বেড়ায়, বেশিরভাগ পুরুষের জীবনে নারীর অভাব স্পষ্ট থেকে স্পষ্টতর। তাই নারীই পারে তাকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে। পুরুষরা ভালোবাসার কাঙ্গাল হয়, তাই পুরুষ জীবনে নারীদের প্রয়োজনীতা লক্ষণীয়। কথায় বলে পুরুষদের সাফল্যের পিছনে নারীর অবদান অনস্বীকার্য কিন্তু জীবনে নারীর আগমন না ঘটলে সাফল্য হবে কি করে? এমন অনেক পুরুষই আছে যারা জানেন না কি ভাবে মেয়েদেরকে নিজেদের জীবনে আকর্ষিত করতে হয়, ভালোবাসার জালে বাঁধতে হয় কিভাবে মেয়েদের পটাতে হয়। তাই সেই সকল পুরুষদের আজ মেয়ে পটানোর উপায় শেখাবো।
তাহলে চলুন দেরি না করে আজকের টিপস গুলো দেখে নেই ।
কিভাবে মেয়েদের প্রেমে পটাবেন
![]() |
ছবি: সংগৃহীত |
মেয়ে পটানোর সেরা ১০ টিপস
1) মেয়েটি সম্পর্কে ভাবুন
কোনো মেয়েকে পটানোর কথা ভাববার আগে ভাবতে হবে যে কীভাবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করবেন। কারণ মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট না হলে তাকে পটানো কঠিন। এর জন্য আগে বুঝে নিন মেয়েটির কি পছন্দ এবং অপছন্দ কি । সে অনুযায়ীই চেষ্টা করুন। একদিন না একদিন সফল হবেনই।
2) প্রথম সাক্ষাতেই নিজের ইমপ্রেশন তৈরি করুন
ইংরেজিতে একটা প্রবাদ আছে - ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সহজ করে বললে, কারও সাথে প্রথম সাক্ষাতে আপনার যে বিষয়টি অন্যের কাছে ফুটে উঠবে সেটিই আপনার শেষের ফলাফল নির্ধারন করবে। তাই প্রথম সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী থাকুন। প্রথম সাক্ষাতে এমন কিছু বলুন, যা দিয়ে আপনার পছন্দের মানুষটির মনে আপনি দাগ কাটতে পারেন। আবার এমন কিছুও বলবেন না, যা আপনাকে খুব হাল্কা করে দিবে। এবং নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন ।
3) স্মার্ট ভাবে অথার্থ সুন্দর করে কথা বলুন :
কথা বলার ধরণ সুন্দর করুন। মেয়ে পটাতে হলে আপনাকে সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে। আর এই সুন্দর করে কথা বলার জন্য আপনাকে অন্য কোনো ভাষা নতুন করে শেখার দরকার হবে না। শুধু নিজের ভাষায় সুন্দর করে কথা বলার চেষ্টা করলেই হবে।
4) পছন্দের মানুষটির সামনে হাসিখুশি থাকুন
অবশ্যই মেয়েটির সামনে হাসিখুশি থাকবেন। মেয়েরাই নয় পৃথিবীর প্রত্যকটা মানুষেই হাসি খুশি থাকা মানুষগুলোকে একটু বেশিই পছন্দ করেন বা ভালোবাসেন।
5) স্মার্ট হোন
মেয়েরা সব সময় স্মার্ট ছেলেদের বেশি পছন্দ করে তাই আপনিও চলাফেরা কথা বার্তা সকল দিক দিয়ে স্মার্ট হোন ।
সব সময় পরিপাটি থাকুন ।এবং নিজের ব্যক্তিত্ব অক্ষুন্য রাখুন ।
মেয়ে পটানোর স্পেশাল পদ্ধতি
6) ময়লা পোশাক পরিহার করুন
মানুষের পোশাক দেখেই মানুষকে বাহির থেকে নির্নয় করা যায় যে সে কতটা ভালো বা কতটা নোংরা। তাই কাউকে যদি আপনার প্রতি আকৃষ্ট করাতে চান অবশ্যই ময়লা বা নোংরা পোশাক পরিহার করা প্রয়োজন।
7) সব সময় নিজেকে গোছালো রাখুন
আপনি যে পর্যায় বা যে পরিস্থিতিতেই থাকেন না কেনো যদি কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করাতে চান তাহলে সেই মেয়ের সামনে আপনাকে একটু গোছালো অবস্থায় থাকতে হবে। যেমন- উচ্চসরে কথা বলবেন না বা চেচামেছি করবেন না। কারণ রাগী আর বদ মেজাজী মানুষকে সবাই অপছন্দ করেন। তাই সেই মেয়েটির সামনে নিজেকে একটু সামলে রাখুন। নিজেকে শান্ত রাখুন।
8) পছন্দের মানুষটির প্রতি যত্নবান হোন
আপনার পছন্দের মানুষের প্রতি একটু যত্নশীল হতে হবে। কারণ মেয়েরা চায় পছন্দের মানুষটি তার প্রতি কেয়ারিং থাকুক থাকে সময় দিক । এতে উভয়ের মধ্যেই ভালোবাসা মজবুত হয়।
9) মেয়েদের কে সম্মান দিন
মেয়েদের সম্মান করুন। অর্থাৎ পছন্দের মানুষটির মতামতের গুরুত্ব দিন, নারী হিসেবে তাকে সম্মান করুন। এমন কিছু করবেন না যাতে আপনার পছন্দের মানুষটির আত্মসম্মানে আগাত আসে ।
সব সময় থাকে সম্মান করুন । এমন স্বভাবের ছেলেদের প্রতি মেয়ে দ্রুত আকৃষ্ট হয়ে থাকে।
মেয়েদের কে পটানোর সেরা উপায়
10) ধৈর্য ধরুন - তাড়াহুড়া করবেন না
আপনি হয়তোবা জানেন যে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার ধৈর্য। ধৈর্য না ধারণ করলে কোনো কাজে সুফলাফল পাওয়া সম্ভব না। আর এই ধৈর্য আপনার কাজে সুফল এনে দেয়। তাই যেকোনো কাজে সুফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। পছন্দের মেয়েটিকে পটানোর ক্ষেত্রেও আপনাকে ধৈর্যশীল হতে হবে।
এই ছিল আমাদের আজকের আর্টিকেল আশা করি আমাদের দেওয়া টিপস গুলো আপনার ভাল লেগেছে ।
সর্বশেষ একটা কথাই বলতে চাই আমাদের টিপস গুলো মেনে চলুন এবং বাস্তবে প্রয়োগ করুন আপনার পছন্দের মেয়েটি আপনার প্রেমে পড়তে বাধ্য হবে ।
আরো পড়ুন : ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়