এনআইডি কার্ড কি - জাতীয় পরিচয়পত্র কি কি কাজে লাগে - national id card

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড (NID)   

Nid card ki - এনআইডি কার্ড কি - ভোটার আইডি কার্ড করতে কি কি কাগজ পত্র লাগে
National Id card ki

         

ভোটার আইডি কার্ড কি 

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নাগরিকদের যে পরিচয় সনদ প্রদান করা হয় তাকে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড কিংবা সংক্ষেপে এনআইডি (NID) বলা হয়। 

বাংলাদেশের প্রতিটি নাগরিকদের জন্য এটি অত্যান্ত গরুত্বপূর্ণ একটি সনদ। সরকারী বেসরকারী যে কোন দাপ্তরিক কাজে এটি প্রয়োজন হয়। বর্তমানে জতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড প্রদান করা হয়।


এনআইডি কার্ড করতে কি কি লাগে 

নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে


নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে যে সকল কাগজপত্র জমা দিতে হয় তা নিচে দেওয়া হলো-


● জর্ম্ম সনদের ফটোকপি

● পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

● চেয়ারম্যান কর্তৃক প্রত্যায়ন পত্র

● শিক্ষিত হলে এসএসসি সনদসহ শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি

● রক্তের গ্রুপ পরীক্ষা করা হলে তার ফটোকপি

● বিদ্যুৎ বিল (প্রযোজ্য ক্ষেত্রে)

● জমির কাগজ (প্রযোজ্য ক্ষেত্রে)

Nid card ki - ভোটার আইডি কার্ড কি কি কাজে লাগে
ভোটার আইডি কার্ড কিভাবে করবেন 

আরো পড়ুন > মানসিক চাপ কি - মানসিক চাপ মুক্ত থাকার উপায়

এনআইডি বা স্মার্ট এনআইডি কার্ড হোল্ডাররা যে সকল সুযোগ-সুবিধা পাবেন বা সকল কাজে আইডি কার্ড লাগে -

এনআইডি কার্ড যে যে কাজে লাগবে 

নাগরিক অধিকার ও সুবিধা সমূহ,

01) জাতীয় পরিচয় ,

02) ড্রাইভিং লাইসেন্স ,

03) মটর যান রেজিস্ট্রেশন ,

04) পাসপোর্ট ,

05) জমি ক্রয় ও বিক্রয় ,

06) ব্যাংক হিসাব খুলতে ,

07) ব্যাংক ঋণ নিতে ,

08) টিন নাম্বার , 

 09)মোবাইল সিম পেতে ,

10)সরকারি অনুদান ও ভাতা পেতে ,

11)চাকরির আবেদন করতে

আরো পড়ুন > জন্ম নিবন্ধন কি - কিভাবে করবো 

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড সমূহ 

Post a Comment

Previous Post Next Post

Contact Form