দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম, application,2022

 

দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম ।

আজকে আমরা দরখাস্ত লেখার নিয়ম শিখবো এবং । একটা শিখে কি করে অনেকগুলো দরখাস্ত বা আবেদন পত্র লেখা যায় সেই বিষয়ে আজকের লেখাটা । 


দরখাস্ত লেখার নিয়ম / পদ্ধতি 




দরখাস্ত লেখার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর এই নির্দিষ্ট নিয়ম অনুসারে দরখাস্ত না  লিখলে দরখাস্ত বর্জন করা হয়। তাহলে চলুন জেনে নেই সঠিক দরখাস্ত লেখার নিয়মাবলী-


প্রথমে সবার উপরে তারিখ লিখতে হয়।

 এরপর প্রাপকের নাম, পদবী এবং ঠিকানা লিখতে হবে। 

এর নিচে আপনার আবেদন এর বিষয় লিখতে হবে। 

আবেদনের বিষয় আপনার আবেদনের মূল অংশ।

 বিষয় লেখার নিচে জনাব/জনাবা শব্দটি লিখতে হয়। তবে বর্তমানে জনাবা লেখা হয় না। তা  জনাব লেখায় শ্রেয়। 

এরপর আপনার আবেদনপত্রটি যে বিষয়ে লেখা হবে ঠিক সে বিষয়ে নিয়ে আপনার সংক্ষিপ্ত আকারে গঠনমূলকভাবে বর্ণনা করবেন। 

আপনার সংক্ষিপ্ত বর্ণনা লেখার পর নিচে বিনীত/ইতি কথাটি লিখতে হয়।

এরপর আপনার নাম অর্থাৎ আবেদনকারীর নাম ও ঠিকানা দিতে হবে।

 এখন আপনার আবেদনপত্রটি একটি সুন্দর খামের মধ্যে রেখে প্রাপকের নিকট পাঠাতে হবে। 


দরখাস্ত লেখার নমুনা


সঠিকভাবে দরখাস্ত লেখার নমুনা নিম্নে তুলে ধরা হলোঃ-


তারিখঃ ০১/০১/২০২২ ইং

বরাবর

প্রধান শিক্ষক

আদর্শ উচ্চ বিশ্ববিদ্যালয়

যাত্রাবাড়ী, ঢাকা-১২০০


বিষয়ঃ (এখানে আপনার দরখাস্ত এর বিষয় দিবেন )


জনাব

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুল/মাদরাসা/কলেজের নিয়মিত ছাত্র/ছাত্রী (এরপর এখানে সংক্ষিপ্তে আপনার প্রয়োজনীয় কথা উল্লেখ করবেন)


বিনীত

আপনার নাম:

শ্রেণীঃ 

রোল- 

আরো পড়ুন > এনআইডি কার্ড কি কি কাজে লাগে 

উদাহরণ :


তারিখ:

বরাবর,

প্রধান শিক্ষক

লক্ষ্মীপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,জামালগনঞ্জ

বিষয়:অসুস্হতার জন্য ছুটির আবেদন

জনাব

সবিনয় বিনীত নিবেদন এইযে আমি আপনার স্কুল/মাদরাসার একজন নিয়মিত ছাত্র । আমি গত দুদিন যাবত হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় আমার তিনদিনের ছুটির প্রয়োজন । তাই আমাকে ছুটি দিতে জনাবের যেন মর্জি হয় ।


বিনীত

ইফতিখার মাহনুজ (জিসান)

শ্রেনী:৫ম

রোল:০৩

আরো পড়ুন > ইংরেজীতে প্যারাগ্রাফ লেখার সহজ নিয়ম 

আরো পড়ুন : প্রেম কি - প্রেমের স্পেশাল চন্দ্র

আরো পড়ুন : কাতার বিশ্বকাপ ফুটবল সময়সূচি 

Post a Comment

Previous Post Next Post

Contact Form