সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান - সুনামগঞ্জ জেলার পর্যটন স্থান - Sunamgonj tour

 সুনামগঞ্জের দর্শনীয় স্থান 

আসসালামু আলাইকুম সুপ্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন আর্টিকেলে ।


আজকের আর্টিকেলে আমরা জানবো সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ  কি এবং কিভাবে ভ্রমণ করবো ।

সুনামগঞ্জ সিলেট বিভাগের একটি জেলা । সিলেটের মতো হাজারো ঐতিহ্য ও ইতিহাসে ঘেরা এই সুনামগঞ্জ । এখানে প্রাচীন মরমী সাধক গনতো আছেনই তার পাশাপাশি সুনামগঞ্জ এর নয়নাভিরাম দৃশ্য সব সময়েই মানুষকে করে আকর্ষিত । এজন্য প্রতিবছর ছুটে আসেন হাজারো পর্যটক এই সুনামগঞ্জে । তাই তাদের ভ্রমনের সুবিদার্থেই আজকের আর্টিকেলে আমরা সুনামগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহ তুলে ধরবো । তাহলে চলুন শুরু করি ।




একনজরে সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ 


সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর 

সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর - সুনামগঞ্জ
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর - সুনামগঞ্জ 


সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর সুনামগঞ্জ সদরের - জুবিলী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত । সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে প্রাচীন মরমী সাধকদের ছবি এবং প্রতিলিপি দেখতে পাবেন । এবং সুনামগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিদের ছবি দেখতে পাবেন সেখানে । এবং সেখানে প্রাচীন বিভিন্ন গ্রন্থাদি ও যুদ্ধাস্হ দেখতে পাবেন । যা দেখে আপনার মনে হবে আপনি প্রাচীন যুগে ফিরে যাচ্ছেন ।



সুনামগঞ্জ রিভার ভিউ 

রিভার ভিউ সুনামগঞ্জ - সুনামগঞ্জ
রিভার ভিউ সুনামগঞ্জ - সুনামগঞ্জ 


সুনামগঞ্জ রিভার ভিউ সেটাও সুনামগঞ্জ সদরেই অবস্হিত । সেটাও একটা চমৎকার জায়গা সেখানেই সুরমা নদীর নৈসর্গিক সৌন্দর্য দেখতে মানুষ ভিড় করে প্রতিনিয়ত । 



হাসন রাজার মিউজিয়াম 

হাসন রাজা মিউজিয়াম - সুনামগঞ্জ
হাসন রাজা মিউজিয়াম - সুনামগঞ্জ 


হাসন রাজার মিউজিয়াম সুনামগঞ্জ সদরে আলফিন নগর সাহেব বাড়ী ঘাটের পূর্ব পাশে অবস্হিত । সেখানে মরমী সাধক হাসন রাজার বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী দেখতে পাবেন । 



হাওর বিলাস

হাওড় বিলাস - বিশম্বরপুর - সুনামগঞ্জ
হাওড় বিলাস - বিশম্বরপুর - সুনামগঞ্জ 


হাওর বিলাস সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলায় এ অবস্হিত । সেখানে থেকে আপনারা হাওড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন । সেখানে প্রতিনিয়ত শতশত মানুষ সৌন্দর্য উপভোগ করার জন্য ভিড় জমায় ।


পাহাড় বিলাস 

পাহাড় বিলাস - বিশম্বরপুর - সুনামগঞ্জ
পাহাড় বিলাস - বিশম্বরপুর - সুনামগঞ্জ 


পাহাড় বিলাস ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলাতে অবস্হিত । সেখানে ও শতশত মানুষ ভিড় করে প্রতিনিয়ত সৌন্দর্য উপভোগ করার জন্য । 



টাঙ্গুয়ার হাওর

টাঙ্গুয়ার হাওর - তাহিরপুর - সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওর 


টাঙ্গুয়ার হাওর নামটির সাথে সবাই কমবেশি পরিচিত । টাঙ্গুয়ার হাওর ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাতে অবস্হিত । টাঙ্গুয়ার হাওরের নৈসর্গিক সুন্দর উপভোগ করতে নৌকা নিয়ে প্রতিনিয়ত ভীড় করে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা । সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি এই টাঙ্গুয়ার হাওড় ।


শিমুল বাগান 

শিমুল বাগান - তাহিরপুর - সুনামগঞ্জ
শিমুল বাগান - তাহিরপুর - সুনামগঞ্জ 


শিমুল বাগান (Shimul Bagan) ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। সেখানে রয়েছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ ।



শহীদ সিরাজ লেক 

    নীলাদ্রী লেক 

নীলাদ্রি - তাহিরপুর - সুনামগঞ্জ
নীলাদ্রি - তাহিরপুর - সুনামগঞ্জ 


শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তগত তাহিরপুর উপজেলায় ও ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্হিত । সেখান থেকে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবেন যা দেখে হৃদয় জুড়িয়ে যাবে । 


যাদুকাটা নদী 

যাদুকাটা নদী - তাহিরপুর - সুনামগঞ্জ
যাদুকাটা নদী - তাহিরপুর - সুনামগঞ্জ 


যাদুকাটা নদী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্হিত ।  যাদুকাটা নদী বা যদুকাটা নদী বা জাদুকাটা নদী (Jadukata River) রূপ আর সম্পদের নদী। এখানে প্রকৃতি তার অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্পদ, আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য্য। নদীর স্বচ্ছ পানি, নীল আকাশ এবং সবুজ পাহাড় একসাথে মিলে অপূর্ব এক সুন্দর ক্যানভাস তৈরী করেছে।


বারেক টিলা

বারেক টিলা - তাহিরপুর - সুনামগঞ্জ
বারেক টিলা - তাহিরপুর - সুনামগঞ্জ 


বারেক টিলা (Barek Tila) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। বারিক্কা টিলা (Barikka Tila) বা বারিক টিলা (Barik …


আরো পড়ুন 

সুনামগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য 

একনজরে সিলেট জেলার দর্শনীয় স্থান 

পাইলগাঁও জমিদার বাড়ী 

পাইলগাঁও জমিদার বাড়ী - জগন্নাথপুর - সুনামগঞ্জ
পাইলগাঁও জমিদার বাড়ী - সুনামগঞ্জ 


পাইলগাও জমিদার বাড়ি সুনামগঞ্জ জেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেটের জগন্নাথপুরের অন্তর্গত ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে অবস্থিত। জমিদারির নিদর্শন হিসাবে আজও দাড়িয়ে আছে এই প্রাসাদটি।


চাতক লাল পাহাড় 

চাতক লাল পাহাড় - চাতক - সুনামগঞ্জ
চাতক লাল পাহাড় - চাতক - সুনামগঞ্জ 


লাল পাহাড় ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত। এটি দেশের অন্যতম সুন্দর একটি পাহাড়। উক্ত পাহাড়ের রঙ লালচে হওয়ায় সবার কাছেই ভালো লাগে ও মন কাড়ে। পাহাড়টি এ অঞ্চলের অঘোষিত প্রাকৃতিক ওয়াচ টাওয়ার । লাল পাহাড়ে গেলে আপনার অনভূতিই অন্য রকম হয়ে যাবে।


লাল পাহাড় এ “ছুয়ে দিলে মন” বাংলা ছায়াছবির শুটিং করা হয়। হৃদয়পুর নাম দেয়া হয় ঐ এলাকাকে। 


ডলুরা স্মৃতিসৌধ 

ডলুরা স্মৃতিসৌধ - দোয়ারা - সুনামগঞ্জ
ডলুরা স্মৃতিসৌধ 


সুনামগঞ্জ শহর থেকে ১২ কি.মি. দূরের নারায়ণতলায় অবস্হিত ডলুরা স্মৃতিসৌধ । বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সুনামগঞ্জের এক রক্তাক্ত ইতিহাস রয়েছে। বর্বর পাকিস্তানী বাহিনী সীমান্তবর্তী শান্ত, সুন্দর সুর সঙ্গীতের এ জনপদকে রক্তে রঞ্জিত করে। ইতিহাসের এ নির্মমতার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ডলুরা স্মৃতিসৌধ টি । ১৯৭১ সালে ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়। তাঁদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় এই ডলুরা স্মৃতিসৌধ। শুধু ঐতিহাসিক কারণে নয়, প্রাকৃতিক সৌন্দর্যের কারনেও নারায়ণতলা দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ ছুঁয়ে বেড়ে উঠা দূর মেঘালয় পাহাড় আর বাংলাদেশের সীমান্তে ঘুমিয়ে থাকা এ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে যাতায়াত করে। বর্তমানে স্মৃতিসৌধটি সংস্কারের ফলে পর্যটকদের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে ।

বাচ্চুনগর পিকনিক স্পট 

বাচ্চুনগর পিকনিক স্পট সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নারায়ণতলায় অবস্হিত । 
দেখতে এ অপরূপ জায়গা এটি ।

ঢাকা থেকে সুনামগঞ্জ কিভাবে আসবেন 


আপনারা অনেকেই সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ দেখতে আসতে চান । তাই তাদের জন্যই বলছি আপনি যেকোন বাস দিয়েই আসতে পারবেন ।

ঢাকা থেকে সুনামগঞ্জ গ্রামী অনেক বাস আছে । যেমন এনা , হানিফ , আল মুবারাকা , বিআরটিসি আরো অনেক বাস আছে এগুলো দিয়ে আসতে পারবেন । জনপ্রতি ভাড়া নিবে 700- 800 টাকা । 


 

ঐতিহ্যবাহী সুনামগঞ্জ আসুন , দেখুন সুনামগঞ্জ এর প্রাচীন ইতিহাস জানুন ।

আর সুনামগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিলাম । 

আরো পড়ুন  


ট্যাগ সমূহ :

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান 

সুনামগঞ্জ জেলার পর্যটন স্হান 

পর্যটন কেন্দ্র সুনামগঞ্জ 

টাংগুয়ার হাওর সুনামগঞ্জ 

টাংগুয়ার হাওর 

সুনামগঞ্জ 

সুনামগঞ্জ জেলা 

সুনামগঞ্জ রিভার বিউ

সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর 

পাহাড় বিলাস 

হাওড় বিলাস 

Post a Comment

Previous Post Next Post

Contact Form