সুপ্রিয় ইসলামী দ্বীনি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আর্টিকেলে ।
![]() |
ঈদুল আযহা কত তারিখে |
সামনে আসছে ঈদ উল আযহার দিন অনেকে হয়তো জানে আর অনেকে হয়তো জানেনা ঈদুল আযহার তথা কোরবানির ঈদ কবে হবে । যারা জানেন না তাদেরকে অগ্রিম জানানোর জন্য আজকের পোস্টটি ।
আজকের আর্টিকেল শিরোনাম :
ঈদুল আযহা কী ?
ঈদুল আযহা কত তারিখে
কোরবানির ঈদ ২০২২ কবে হবে
ঈদুল আযহার নামাজের নিয়ম কানুন
ঈদুল আযহার নামাজের নিয়ত
ঈদুল আজহার নামাজের কিছু জ্ঞাতব্য
আশা করি আর্টিকেলটি পড়লে অনেককিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।
ঈদুল আযহা কী ?
ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’।
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আযহার তথা কুরবানির ঈদ।
জিলহজ্ব মাসের ১০ তারিখ পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে আনন্দ ফুর্তি করা হয় তাকে ঈদুল আযহা বলা হয় ।
ঈদুল আযহা ২০২২ কত তারিখে
আপনারা হয়তো জানেন ঈদুল আযহার তথা কুরবানীর ঈদ উল ফিতরের প্রায় দুইমাস ১০ দিনপর জিলহজ্ব মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হয় । সেই হিসেবে
ঈদুল আযহা কোরবানির ঈদ ২০২২
বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্টিত হবে
১০ জুলাই , ২৬শে আষাঢ় তারিখে এবং মধ্যপ্রাচ্যে ঈদ উল আযহার অনুষ্ঠিত হবে ৯ জুলাই, ২৫ আষাঢ়।
আরবি মাস গুলোর চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন কমবেশি হতে পারে ।
ঈদুল আযহার নামাজের নিয়ম ও পদ্ধতি:
প্রথমে নিয়ত করে তাকবীরে তাহরীমা বেঁধে ছানা পড়তে হবে , এরপর অতিরিক্ত তিনটি তাকবীর বলতে হবে এবং প্রতি তাকবীরেই উভয় হাত কানের লতি পর্যন্ত উঠাতে হবে এরপর তায়াউজ(আউযুবিল্লাহি মিনাস শাইতুয়ানির রাজিম)ও তাসমিয়া( বিসমিল্লাহির রাহমানির রাহিম ) পড়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে এক রাকাত নামাজ আদায় করতে হবে । এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে সূরা মিলানোর পর তিনটি অতিরিক্ত তাকবীর বলতে হবে এবং তাকবীর বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠাতে হবে । এরপর রুকু তাকবীর বলে রুকুতে যেতে হবে ।এভাবেই ঈদুল আযহারের ওয়াজিব দুই রাকাত নামাজ আদায় করতে হবে এরপর ইমাম সাহেব দাঁড়িয়ে দুটি খুতবা পাঠ করবেন এবং উভয় খুৎবার মাঝে তিন তাসবীহ পরিমাণ বসতে হবে । মুক্তাদীদের প্রতি এই খুৎবা শ্রবন করা ওয়াজিব ।
ঈদুল আযহার নামাজের নিয়ত :
نويت أن أصلي لله تعالى ركعتـى صـلـواة عيد الأضحى مع ست تـكـبـيـرات واجـب الـلـه تـعـالـي اقـتـديـت بهـذا الامـام مـتـوجـها الى جهة الكعبة الشريفة الله اكبر -
বাংলা উচ্চারণ :
ঈদুল আযহার নামাযের আরবি নিয়তের বাংলা উচ্চারণ: ‘নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা আলা রাকয়াতাই ছালাতি ঈদিল আযহা মাআ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তা আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা'তিশ শারীফাতি আল্লাহু আকবার ।
ঈদুল আযহা নামাজের কতিপয় জ্ঞাতব্য ;
# কোন ব্যক্তি যদি ঈদের নামাযের জামাত না পায় তবে সে একাকী তা আদায় করবে না । কেননা জামাত ছাড়া ঈদের নামায আদায় হয় না ।
# কেউ যদি ইমামের তাকবীর বলার পর জামাতে শরীক হয় তবে সে নিজে নিজে অতিরিক্ত তাকবীরগুলো বলে নিবে ।
# যদি ঈদুল আযহার নামায জিলহজ্জের দশ তারিখে আদায় করতে না পারে । তবে ১১ ও ১২ তারিখেও আদায় করার অনুমতি রয়েছে ।
#ঈদের নামাযের কোন কাজা নেই ।
এই ছিল আজকের আর্টিকেলটি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ।
আরো পড়ুন : সব দেশের মোবাইল ফোনের কোড জানুন