এয়ারটেল সিমের কোড সমূহ
= এয়ারটেল বাংলাদেশের সেরা অপারেটরদের মধ্যে একটি । এই এয়ারটেল সিম কোম্পানি টি তাদের ব্যবহার কারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক কম দামে ভালো আর আকর্ষণীয় অফার দিয়ে থাকে তাদের এয়ারটেল সিমে । এতে দিনদিন নতূন নতুন এয়ারটেল সিম ব্যবহার কারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । তাই নতুন হিসেবে অনেকেই জানেন না যে কিভাবে এয়ারটেল সিমের নাম্বার কিংবা এয়ারটেল সিমের ব্যালেন্স / এমভি / মিনিট/ ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে জানেননা যে কিভাবে এগুলো চেক করবেন তাদের জন্যই এই আর্টিকেল টি ।
তো চলুন দেখে নেই কিভাবে চেক করবেন ।
![]() |
এয়ারটেল- Airtel |
এয়ারটেল সিমের নাম্বার চেক
= এয়ারটেল সিমের নাম্বার বাহির করার জন্য আপনারা নিচের কোডটি কপি করে অথবা টাইপ করুন - আপনার কল অপশনে গিয়ে ।
এয়ারটেল নাম্বার চেক করার কোড 2023
=এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোডটি হলো : *2#
এয়ারটেল ব্যালেন্স চেক
= আপনার এয়ারটেল সিমের ব্যালেন্সে কতটাকা আছে আপনি জানেন না - জানতে চাচ্ছেন কিভাবে এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে হয় । তাহলে নিচের কোডটি কপি কিংবা টাইপ করুন আপনি এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে পারবেন ।
জানুন আপনার নামে কয়টা সিমকার্ড তুলা হয়েছে
এয়ারটেল ব্যালেন্স চেক কোড
= এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার কোডটি হলো : *778# অথবা *1# ।
এই উপরের কোডটি টাইপ করলেই আপনি দেখতে পারবেন আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স / টাকা কত আছে ।
এয়ারটেল মিনিট চেক
= আপনার এয়ারটেল সিমের মধ্যে কত মিনিট আছে তা জানতে নিচের কোডটি দিয়ে সহজে অনায়েশে জানতে পারবেন । কোডটি নিচে দেওয়া হলো ।
Airtel minete check
এয়ারটেল মিনিট চেক কোড
= এয়ারটেল সিমের মিনিট চেক করার কোডটি হলো :- *0#
উপরের কোডটি দিয়ে মিনিট চেক করুন ।
এয়ারটেল এমবি চেক
= আপনার এয়ারটেল সিমের MB ( megabite) এমবি কত আছে সেটা আপনি জানতে চান সহজে মাত্র কয়েকটা কোড টাইপ করে । তাই আপনাদের জন্যেই নিচে দিয়ে রেখেছি কিভাবে এমভি চেক করতে হয় - নিচে থেকে দেখে নিন ।
Airtel mb check code 2023
এয়ারটেল এমবি চেক কোড 2023
= এয়ারটেল সিমের এমবি চেক করার কোডটি হলো : *3#
উপরের গুরুত্বপূর্ন কোডটি দ্বারা আপনার এমবি কত আছে তা জানতে পারবেন ।
এয়ারটেল এমবি কেনার কোড
Airtel data pack purchase
= এয়ারটেল সিম থেকে (data pack) কিনতে পারবেন অফার গুলো দেখে - নিচের কোডটি ব্যবহার করে । নিছে অফার গুলো দেখে ডাটা প্যাক কিনার কোড টি দেওয়া হলো :
এয়ারটেল ডাটা প্যাকেজ কেনার কোড
এয়ারটেল ডাটা অফার প্যাক কিনার কোড
= এয়ারটেল এ অফার ডাটা প্যাক কিনতে পারবেন নিছের কোডটি দিয়ে । কোডটি হলো : *4#এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স চেক
= এয়ারটেল সিমের মধ্যে ইমারর্জেন্সি এনেছেন কিন্তু জানেন না ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে চেক করতে হয় । তাহলে চলুন দেখে নেই - -- কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হয় । নিচে দেখুন :
Airtel Emargancy balance check
এয়ারটেলে ইমারর্জেন্সি ব্যালেন্স চেক 2023
= এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোডটি হচ্চে : *
আরো পড়ুন :
আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা জানুন
পৃথিবীর সকল দেশের মোবাইল ফোনের কোড সমূহ
iran war 2025
ট্যাগ সমূহ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~