আপনার নামে কয়টা সিম কার্ড রেজিষ্টেশন আছে - nid দিয়ে কয়টি সিম রেজিষ্টেশন করা হয়েছে ।

আপনার নামে কয়টা সিম কার্ড রেজিষ্টেশন আছে তা জানুন হাতের মোবাইল ফোন ব্যবহার করে ।

আপনার নামে কয়টা সিম কার্ড রেজিষ্টেশন আছে
আপনার নামে কয়টা সিম কার্ড রেজিষ্টেশন করা 


আজকের পৃথিবীতে এমন মানুষ নেই যে মোবাইল ফোন এবং সিম কার্ড ইউজ করেনা এমন ব্যাক্তি পাওয়া খুব দুস্কর । কিন্তু এমনও মানুষ আছে যারা অনেকেই এত সিম কার্ড ব্যবহার করে যা অনেকের ঐ মনে থাকেনা । বা অনেকেই জানেনা যে সিম কার্ডটা কার নামে তুলা । তাছাড়া আজকাল অনেক অসাধু ব্যবসায়ী অচেতন কাষ্ঠমারের এনআইডি দিয়ে সিম কার্ড রেজিষ্টেশন করে বিক্রি করে থাকে । তাতে ঐ সিমটি দিয়ে যদি কোন অনৈতিক কাজ সম্পাদন করে তাহলে সেটার ভুক্তভোগী হতে হবেন আপনিই । তাই আজকে এই পর্বে দেখাব কি করে মোবাইল দিয়ে জানতে পারবো কার এনআইডি দিয়ে কয়টি সিম তুলা হয়েছে । যাতে আপনি কোন সমস্যায় না পড়তে চান তাহলে আজই জেনে নিন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম তুলা হয়েছে । তাই চলুন দেরি না করে দেখে নেই । 


Nid দিয়ে কয়টি সিম কার্ড রেজিষ্টেশন করা হয়েছে 


1>step: আপনার মোবাইলে ফোন অপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন *16001# এবং সেন্ড করুন নিচের স্ক্রেনসর্ট দেখতে পারেন ।
আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্টেশন




এনআইডি দিয়ে কয়টি সিম তুলা হয়েছে 


2>step : এর পরে একটা নোটিফিকেশন আসবে এই রকম To know your baiomatics regestared number,dial last 4 digit Nid and send.. অথার্থ সেখানে বলছে যে আপনি যদি জানতে চান যে সিমটি কার নামে তাহলে -আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট ৪ টি নাম্বার দিয়ে সেন্ড করুন ।
এনআইডি দিয়ে কয়টি সিম তুলা - nid diya koite sim tula




এর পরে আপনার ফোনে এসএমএস এ জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম কার্ড তুলা হয়েছে ।        

বিশেষ দ্রষ্টব্য : মোবাইল অপারেটর থেকে এসএমএস এর জানিয়ে দেওয়ার সময় নিরাপত্তার সার্থে মাঝের কিছু নাম্বার গোপন থাকবে । উদাহরন : (01780****72 ,  01639****85 ) থাকবে । 

১টি এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্টেশন করা যায় ?


উত্তর : বর্তমান সময় আপনার একটি এনআইডি কার্ড দিয়ে সাধারণত ১৫ টি সিম রেজিষ্টেশন করতে পারবেন । 


আমার এনআইডি দিয়ে অন্য জনের সিম রেজিষ্টেশন কি করবো 


উত্তর : যদি দেখেন যে আপনার এনআইডি দিয়ে অন্য কোনো সিম রেজিষ্টেশন করা আছে তাহলে সাথে সাথে কাষ্ঠমার কেয়ারের সাথে কথা বলে রেজিষ্টেশন ক্যানসেল করুন নয়তো আপনি যেকোন সময় সমস্যায় পড়তে পারেন ।

আরো পড়ুন : 

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড সমূহ 

Post a Comment

Previous Post Next Post

Contact Form