আপনার নামে কয়টা সিম কার্ড রেজিষ্টেশন আছে তা জানুন হাতের মোবাইল ফোন ব্যবহার করে ।
![]() |
আপনার নামে কয়টা সিম কার্ড রেজিষ্টেশন করা |
আজকের পৃথিবীতে এমন মানুষ নেই যে মোবাইল ফোন এবং সিম কার্ড ইউজ করেনা এমন ব্যাক্তি পাওয়া খুব দুস্কর । কিন্তু এমনও মানুষ আছে যারা অনেকেই এত সিম কার্ড ব্যবহার করে যা অনেকের ঐ মনে থাকেনা । বা অনেকেই জানেনা যে সিম কার্ডটা কার নামে তুলা । তাছাড়া আজকাল অনেক অসাধু ব্যবসায়ী অচেতন কাষ্ঠমারের এনআইডি দিয়ে সিম কার্ড রেজিষ্টেশন করে বিক্রি করে থাকে । তাতে ঐ সিমটি দিয়ে যদি কোন অনৈতিক কাজ সম্পাদন করে তাহলে সেটার ভুক্তভোগী হতে হবেন আপনিই । তাই আজকে এই পর্বে দেখাব কি করে মোবাইল দিয়ে জানতে পারবো কার এনআইডি দিয়ে কয়টি সিম তুলা হয়েছে । যাতে আপনি কোন সমস্যায় না পড়তে চান তাহলে আজই জেনে নিন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম তুলা হয়েছে । তাই চলুন দেরি না করে দেখে নেই ।
Nid দিয়ে কয়টি সিম কার্ড রেজিষ্টেশন করা হয়েছে
1>step: আপনার মোবাইলে ফোন অপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন *16001# এবং সেন্ড করুন নিচের স্ক্রেনসর্ট দেখতে পারেন ।
এনআইডি দিয়ে কয়টি সিম তুলা হয়েছে
অন্য পোষ্ট : এয়ারটেল সিমের জরুরি কোড সমূহ
2>step : এর পরে একটা নোটিফিকেশন আসবে এই রকম To know your baiomatics regestared number,dial last 4 digit Nid and send.. অথার্থ সেখানে বলছে যে আপনি যদি জানতে চান যে সিমটি কার নামে তাহলে -আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট ৪ টি নাম্বার দিয়ে সেন্ড করুন ।
এর পরে আপনার ফোনে এসএমএস এ জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম কার্ড তুলা হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্য : মোবাইল অপারেটর থেকে এসএমএস এর জানিয়ে দেওয়ার সময় নিরাপত্তার সার্থে মাঝের কিছু নাম্বার গোপন থাকবে । উদাহরন : (01780****72 , 01639****85 ) থাকবে ।
১টি এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্টেশন করা যায় ?
উত্তর : বর্তমান সময় আপনার একটি এনআইডি কার্ড দিয়ে সাধারণত ১৫ টি সিম রেজিষ্টেশন করতে পারবেন ।
আমার এনআইডি দিয়ে অন্য জনের সিম রেজিষ্টেশন কি করবো
উত্তর : যদি দেখেন যে আপনার এনআইডি দিয়ে অন্য কোনো সিম রেজিষ্টেশন করা আছে তাহলে সাথে সাথে কাষ্ঠমার কেয়ারের সাথে কথা বলে রেজিষ্টেশন ক্যানসেল করুন নয়তো আপনি যেকোন সময় সমস্যায় পড়তে পারেন ।
আরো পড়ুন :
এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড সমূহ
Tags
11> ইনফো