কাতার বিশ্বকাপ ফুটবল 2022
বাংলাদেশে ফুটবল সবথেকে জনপ্রিয় খেলার মধ্যে একটি, বাংলাদেশ এ খেলার জনপ্রিয়তা অনেক উচ্চ লেভেলের । এদেশের মানুষ মাটি ও মানুষের সাথে বসবাস করে তারা ফুটবল খেলাকে অত্যন্ত নিবিড় ভাবে ভালবাসে ।
তাই সামনে আসছে কাতার বিশ্বকাপ ।
আর কাতার বিশ্বকাপ কবে হবে কোন কোন দল খেলবে এবং কাতার বিশ্বকাপের সময়সূচি সবই আছে এই পোস্টে ।
![]() |
কাতার বিশ্বকাপ ফুটবল সময়সূচি ২০২২ |
কাতার বিশ্বকাপ কবে শুরু হবে
আগামী ২১ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার দরুণ এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
যে যে দল খেলবে কাতার বিশ্বকাপ
বিশ্বকাপের ৩২ দলের তালিকা
কাতার, নেদারল্যান্ডস,সেনেগাল, ইকুয়েডর,ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান,আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব,ফ্রান্স, ডেনমার্ক,তিউনিসিয়া, অস্ট্রেলিয়া,জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা,বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো,ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন,পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।
কাতার বিশ্বকাপে ৩২ টি দল আটটি গ্রুপের খেলবে
গ্রুপ গুলো হল :
বিশ্বকাপ ফুটবল কাতার গ্রুপ এ [ Group A ]
কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল ,
বিশ্বকাপ ফুটবল কাতার গ্রুপ বি [ Group B ]
ইংল্যান্ড, ইরান, আমেরিকা স্কটল্যান্ড , ইউক্রেন
বিশ্বকাপ ফুটবল কাতার গ্রুপ সি [ Group C ]
আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, ও পোল্যান্ড ,
বিশ্বকাপ ফুটবল কাতার গ্রুপ ডি [ Group D ]
ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু ডেনমার্ক ও তিউনিসিয়া
কাতার বিশ্বকাপ গ্রুপ ই [ group E ]
স্পেন, কোস্টারিকা / নিউজিল্যান্ড, জার্মানি ও জাপান
কাতার বিশ্বকাপ গ্রুপ এফ [ Group F ]
বেলজিয়াম, কানাডা, মরক্কো, ও ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপ গ্রুপ জি [ Group G ]
ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ও ক্যামেরুন
কাতার বিশ্বকাপ গ্রুপ এইচ [ Group H ]
পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া
গ্রুপ পর্বের খেলা সময়সূচি 2022
এই অংশে আমরা প্রথমে দেখে নিব ২০২২ সালের কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা । গ্রুপ পর্বে উক্ত বিশ্বকাপে মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রতিটি দল একে অপরের, সাথে একবার করে মোকাবেলা করবে ।
তারিখ: ম্যাচ: বাংলাদেশ সময়
২১ নভেম্বর কাতার-ইকুয়েডর রাত ১০টা
২১ নভেম্বর ইংল্যান্ড-ইরান সন্ধ্যা ৭টা
২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস বিকেল ৪টা
২১ নভেম্বর যুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন রাত ১টা
২২ নভেম্বর ডেনমার্ক-তিউনিসিয়া সন্ধ্যা ৭টা
২২ নভেম্বর ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাত রাত ১টা
২২ নভেম্বর মেক্সিকো-পোল্যান্ড রাত ১০টা
২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরব বিকেল ৪টা
২৩ নভেম্বর স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড রাত ১০টা
২৩ নভেম্বর বেলজিয়াম-কানাডা সন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর জার্মানি-জাপান সন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর মরক্কো-ক্রোয়েশিয়া বিকেল ৪টা
২৪ নভেম্বর উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া সন্ধ্যা ৭টা
২৪ নভেম্বর পর্তুগাল-ঘানা রাত ১০টা
২৪ নভেম্বর সুইজারল্যান্ড-ক্যামেরুন বিকেল ৪টা
২৪ নভেম্বর ব্রাজিল-সার্বিয়া রাত ১টা
২৫ নভেম্বর ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র রাত ১টা
২৫ নভেম্বর কাতার-সেনেগাল সন্ধ্যা ৭টা
২৫ নভেম্বর ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরান বিকেল ৪টা
২৫ নভেম্বর নেদারল্যান্ডস-ইকুয়েডর রাত ১০টা
২৬ নভেম্বর পোল্যান্ড-সৌদি আরব সন্ধ্যা ৭টা
২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকো রাত ১টা
২৬ নভেম্বর তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত বিকেল ৪টা
২৬ নভেম্বর ফ্রান্স-ডেনমার্ক রাত ১০টা
২৭ নভেম্বর বেলজিয়াম-মরক্কো সন্ধ্যা ৭টা
২৭ নভেম্বর স্পেন-জার্মানি রাত ১টা
২৭ নভেম্বর ক্রোয়েশিয়া-কানাডা রাত ১০টা
২৭ নভেম্বর জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড বিকেল ৪টা
২৮ নভেম্বর ব্রাজিল-সুইজারল্যান্ড রাত ১০টা
২৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া- ঘানা সন্ধ্যা ৭টা
২৮ নভেম্বর ক্যামেরুন-সার্বিয়া বিকেল ৪টা
২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়ে রাত ১টা
২৯ নভেম্বর নেদারল্যান্ডস-কাতার রাত ৯টা
২৯ নভেম্বর ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ড রাত ১টা
২৯ নভেম্বর ইকুয়েডর-সেনেগাল রাত ৯টা
২৯ নভেম্বর ইরান-যুক্তরাষ্ট্র রাত ১টা
৩০ নভেম্বর পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্ক রাত ৯টা
৩০ নভেম্বর তিউনিসিয়া-ফ্রান্স রাত ৯টা
৩০ নভেম্বর সৌদি আরব-মেক্সিকো রাত ১টা
৩০ নভেম্বর পোল্যান্ড-আর্জেন্টিনা রাত ১টা
১ ডিসেম্বর জাপান-স্পেন রাত ১টা
১ ডিসেম্বর ক্রোয়েশিয়া-বেলজিয়াম রাত ৯টা
১ ডিসেম্বর কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি রাত ১টা
১ ডিসেম্বর কানাডা- মরক্কো রাত ৯টা
২ ডিসেম্বর ঘানা-উরুগুয়ে রাত ৯টা
২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া-পর্তুগাল রাত ৯টা
২ ডিসেম্বর সার্বিয়া-সুইজারল্যান্ড রাত ১টা
২ ডিসেম্বর ক্যামেরুন-ব্রাজিল রাত ১টা
দ্বিতীয় রাউন্ড অর্থাৎ নকআউট পর্ব বিশ্বকাপ ফুটবল সময়সূচি ২০২২
কাতার বিশ্বকাপে প্রথম রাউন্ড পর্বের খেলা শেষ করে যারা পয়েন্ট তালিকা চূড়ান্ত শীর্ষে অবস্থান করবে। অর্থাৎ এখানে সর্বমোট 16 টি দল খেলায় অংশগ্রহণ করবে। এখানে পূর্বের গ্রুপ চ্যাম্পিয়ন দলের সাথে অন্য গ্রুপের রানার্সআপ দল খেলায় অংশগ্রহণ করে থাকবে।
৩ ডিসেম্বর ২০২২
প্রথম ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯ টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (এ১ বনাম বি২)দ্বিতীয় ম্যাচ রাত ১ টায় আল রাইয়ান স্টেডিয়াম (সি১ বনাম ডি২)
৪ ডিসেম্বর ২০২২
প্রথম ম্যাচ রাত ৯ টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডি১ বনাম সি২) দ্বিতীয় ম্যাচ রাত ১ টায় আল রাইয়ান স্টেডিয়াম(বি১ বনাম এ২)
৫ ডিসেম্বর ২০২২
প্রথম ম্যাচ রাত ৯ টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম(ই১ বনাম এফ২)দ্বিতীয় ম্যাচ রাত ১ টায় আল রাইয়ান স্টেডিয়াম (জি১ বনাম এইচ২)
৬ ডিসেম্বর ২০২২
প্রথম ম্যাচ রাত ৯ টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (এফ১ বনাম ই২) দ্বিতীয় ম্যাচ রাত ১ টায় আল রাইয়ান স্টেডিয়াম (এইচ১ বনাম জি২)
কোয়াটার ফাইনাল কাতার বিশ্বকাপ ফুটবল সময়সূচি ২০২২
কাতার বিশ্বকাপ কোয়াটার ফাইনাল ২০২২
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এ কোয়াটার ফাইনালে সর্বমোট ৮ টি দল খেলায় অংশগ্রহণ করে থাকবে অর্থাৎ পূর্বের দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্ব থেকে বিজয়ী সর্ব মোট ৮ টি দল কাতার বিশ্বকাপ ফুটবল এর কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করে থাকবে। এই ৮ টি দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন দলের সাথে রানার্সআপ দল মোকাবেলা করে থাকবে।
৯ ডিসেম্বর ২০২২
প্রথম ম্যাচ রাত ৯ টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ই১-এফ২) জয়ী বনাম ( জি১-এইচ২ ) জয়ী দ্বিতীয় ম্যাচ রাত ১ টায় আল রাইয়ান স্টেডিয়াম (এ১-বি২) জয়ী বনাম ( সি১-ডি২ জয়ী)
১০ ডিসেম্বর ২০২২
প্রথম ম্যাচ রাত ৯ টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (এফ১-ই২) জয়ী বনাম (এইচ১-জি২) জয়ী দ্বিতীয় ম্যাচ রাত ১ টায় আল রাইয়ান স্টেডিয়াম (বি১-এ২) জয়ী বনাম ( ডি১-সি২) জয়ী ।
সেমিফাইনাল বিশ্বকাপ ফুটবল সময়সূচি ২০২২
কোয়াটার ফাইনাল থেকে ৮টি দলের মধ্যে যে ৪ টি দল বিজয়ী হবে তারাই কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারবে। সেমিফাইনালে প্রধানত সর্বমোট 4 টি দল অংশগ্রহণ করবে। যেখানে দুটি দল দুটি ভাগে বিভক্ত হয়ে ফাইনালের জন্য এখান থেকে বিজয় লাভ করে থাকবে।
১৩ ডিসেম্বর (৯ ডিসেম্বরের) খেলার বিজয় দুই দল রাত ১টা
১৪ ডিসেম্বর (১০ ডিসেম্বরের) খেলার বিজয় দুই দল রাত ১টা
ফাইনাল বিশ্বকাপ ফুটবল সময়সূচি ২০২২
কাতার বিশ্বকাপ 2022
কাতারের রাজধানী দোহা শহরের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনাল খেলা বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে। Refarens-sportsnet24
কাতার বিশ্বকাপ ফুটবল এর প্রধান আকর্ষণ কি
এবারের বিশ্বকাপ খেলার প্রধান আকর্ষণ হচ্ছে, এশিয়া মহাদেশে অন্যতম সৌন্দর্যের অধিকারী একটি দেশ কাতার। এছাড়া যে মাঠে উল্লেখিত খেলাগুলো অনুষ্ঠিত হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী এবং সর্বোচ্চ ব্যয় সাপেক্ষে বিশ্বকাপ ফুটবল আয়োজন এর লক্ষ্যে ফুটবল খেলার মাঠ গুলো তৈরি করা হয়েছে।
ব্রাজিল আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপ মানেই হচ্ছে, ব্রাজিল-আর্জেন্টিনা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ন একটি খেলা। যেখানে পৃথিবীর সকল ফুটবলপ্রেমীরা উপভোগ করে থাকেন। বরাবর এবারও সর্বোচ্চ প্রতিযোগিতা হয়ে থাকবে যে দুটি প্রধান দলের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে তা হচ্ছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। উল্লেখ্য যে, এবারের আর্জেন্টিনা বিশ্বকাপে মেসির শেষ বিশ্বকাপ হতে পারে যার কারণে মেসির জীবনের সেরা খেলা হয়তোবা এবারের বিশ্বকাপে উপহারস্বরূপ প্রদান করে থাকবেন।
কাতার বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
কাতার বিশ্বকাপ ফুটবল 2022 কেন নভেম্বর মাসে শুরু হতে যাচ্ছে
কাতার দেশটি অত্যন্ত মরুভূমির একটি দেশ বিধায় সেখানে প্রতিনিয়ত আবহাওয়া তারতম্যের কারণে অধিকাংশ সময় সেখানে তুলনামূলক অনেক বেশি আবহাওয়া গরম হয়ে থাকে। যার কারণে, নভেম্বর মাসের দিকে আবহাওয়া একটু গরম কম থাকে। বিধায় নভেম্বর মাস থেকেই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বকাপ ফুটবল কাতার 2022 কততম?
উত্তরঃ কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার 22 তম আসর হবে ।
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল কাতার 2022 প্রথম ম্যাচ কবে?
উত্তরঃ কাতার বিশ্বকাপ ফুটবল 2022 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21 নভেম্বর কাতার বনাম ইকুয়েডর বাংলাদেশ সময় রাত ১০ টা।
কাতার বিশ্বকাপ ফুটবল 2022 ফাইনাল ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ফিফা বিশ্বকাপ ফুটবল(fifa world cup) 2022 তম আসর এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর। লুসাইল স্টেডিয়াম কাতারে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ ফুটবল কাতার 2022 ফাইনাল ম্যাচের স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ কাতারের লুসাইলি স্টেডিয়াম, যার দর্শক ধারন ক্ষমতা প্রায় 80 হাজার।
বিশ্বকাপ ফুটবল (Quatar) কাতার 2022 কতটি স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বিশ্বের জনপ্রিয় মাঠ গুলির মধ্যে কাতারের ফুটবল খেলার মাঠ গুলো অন্যতম। যেখানে সর্ব মোট আটটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল কাতার 2022 মাসকট কি?
উত্তরঃ কাতার বিশ্বকাপ ফুটবল এবারের মাসকট হল, লে ইব।
কাতার ফুটবল বিশ্বকাপ 2022 সর্বমোট কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তরঃ কাতার বিশ্বকাপ ফুটবল 2022 তম আসরে সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করবে।
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল কাতার 2022 ব্যয় কত?
উত্তরঃ কাতার বিশ্বকাপের খেলা উপলক্ষে সর্বসাকুল্যে মোট প্রাইজমানি 440 মিলিয়ন মার্কিন ডলার। বা 3784 কোটি টাকা।
বিশ্বকাপ ফুটবল কাতার 2022 সর্বমোট কতটি মহাদেশের দল অংশগ্রহণ করবে?
উত্তরঃ ফিফা বিশ্বকাপ ফুটবল কাতার ২০২২ সর্বমোট 4 টি মহাদেশের দলগুলো অন্তর্ভুক্ত থাকবে। যেমনঃ ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ।
কাতার বিশ্বকাপ ২০২২
ফুটবল সবথেকে জনপ্রিয় খেলার মধ্যে একটি, বাংলাদেশ এ খেলার জনপ্রিয়তা অনেক উচ্চ লেভেলের । এদেশের মানুষ মাটি ও মানুষের সাথে বসবাস করে তারা ফুটবল খেলাকে অত্যন্ত নিবিড় ভাবে ভালবাসে । বাংলাদেশ ফিফার বড় কোন টুর্নামেন্ট খেলার গরুর অর্জন না করলেও এদেশের আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালের মতো অনেক বড় বড় দলের কোটি, কোটি সমর্থক রয়েছে । যার কারণে যখন বিশ্বকাপ ফুটবলের আসে তখন বাংলাদেশে এক ধরনের উৎসব তৈরী হয়ে যায় । প্রতিটি বাড়ির ছাদে, দোকানে সব জায়গাতেই তাদের প্রিয় দলের পতাকা উত্তোলন করতে দেখা যায় । এবং একই সাথে তারা তাদের প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা করে উপভোগ করে থাকেন । আমরা ইতিমধ্যেই ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী তুলে ধরেছি । আশা করছি আপনাদের প্রিয় দলগুলোর 2022 সালের কাতার বিশ্বকাপের খেলা সঠিক সময়ে দেখতে সাহায্য করবে ।
আরো পড়ুন : অদ্ভূত সাইকোলজিক্যাল হ্যাকস