সেরা সাইকোলজিক্যাল হ্যাকস । মজার সাইকোলজিক্যাল হ্যাকস । সাইকোলজিক্যাল ট্রপিক

 প্রিয় পাঠক স্বাগত জানাচ্ছি আজকের নতুন আর্টিকেলে ।

আজকের আর্টিকেলে  অদ্ভূত ও মজার সাইকোলজিক্যাল হ্যাকস সম্পর্কে জানবো ।এবং তা আপনার ও জানা উচিত ।

চলুন নিছে থেকে জেনে নেই ।

 

সাইকোলজিক্যাল হ্যাকস
সাইকোলজিক্যাল হ্যাকস 

সাইকোলজিক্যাল হ্যাকস


* আমরা যদি আমাদের চেপে রাখা কোন ইচ্ছা বা লুকিয়ে রাখা কোন টার্গেটের কথা কাউকে বলি বা বলতে থাকি তাহলেই সেই লক্ষ্য পুরন এর সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারন এভাবে সবাইকে বলতে থাকলে আমরা ক্রমেই মটিভেশন হারিয়ে ফেলি। তাই সাকসেস হতে হলে আমাদের ইচ্ছার কথা অতি আপনজন ছাড়া আর কাউকে বলা যাবে না। 


*কোন অভ্যাস তৈরি করতে আমাদের ৬৬ দিন লাগে। ঠিক উলটো ভাবে এই ৬৬ দিন ফর্মুলা ইউস আমরা কোন বাজে অভ্যাসকেও ভাঙতে পারি।

অদ্ভূত সাইকোলজি

* ফোন ব্যবহার কারিদের ৪৭% মানুষ প্রায় ভাবেন তাদের পকেটে থাকা ফোন ভাইব্রেট হচ্ছে কিন্তু পকেটে হাত দিয়ে দেখেন কই নাতো।একে বলা হয় phantom vibration syndrome. 


* গবেষণায় দেখা গেছে ১৬-২৮ বছর বয়স এর মধ্যে হওয়া বন্ধুত্ব বেশি দীর্ঘস্থায়ী হয়।


* সেই ধরেনের মানুষ যারা কোন সমস্যার সঠিক সমাধান দিতে পারে তারাই জিবনে সব থেকে বেশি সমস্যা ফেস করেছে বা করছে।


* যারা সবাইকে খুশি রাখতে চায় তারাই দিন শেষে সবথেকে বেশি একাকিত্বে ভোগে।



* একটা মানুষ কাউকে সাহায্য করার জন্য টাকা খরচ করে যতোটা আনন্দ পাবে নিজের জন্য টাকা খরচ করে ততোটা আনন্দ পাবে না।


* সেই সব মানুষ যারা নিজের ভুল স্বিকার করতে পছন্দ করেন এবং নিজের দোষের জন্যে অনুতপ্ত হন তারাই সাধারণত অন্যের আবেগ ও অনুভুতিকে ভালো ভাবে বুঝতে পারে।

মজার সাইকোলজিক্যাল হ্যাকস 

* একটা মানুষকে তখনই সব থেকে বেশি অ্যাক্ট্রাকটিভ লাগে যখন সে নিজের পছন্দের বিষয় নিয়ে কথা বলে।



* আমরা সর্বোচ্চ ১০ মিনিট উচ্চমাত্রায় মনযোগ রাখতে পারি। ভিষন মনযোগ দিয়ে কোন কাজ করলেও ১০মিনিট পর কোন না কোন কথা একটু হলেও ঠিক মাথায় আসবে।

আরো পড়ুন : জন্ম নিবন্ধন কি । অনলাইন কিভাবে করবো 

আরো পড়ুন : মানসিক চাপ থেকে মুক্তির উপায়

আরো পড়ুন : একটি Application দিয়ে লেখুন ১০ টি এপ্লিকেশন 

Post a Comment

Previous Post Next Post

Contact Form