প্রেম কি - প্রেমের স্পেশাল চন্দ্র - prem

প্রেম কি 

প্রেম হল ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ, যৌনতাপূর্ণ এবং রহস্যময় অনুভূতি। এটি হল কোন ব্যক্তির প্রতি যৌন আকর্ষণের সাথে সম্পর্কিত কোন আবেগীয় আকর্ষণ হতে উদ্বুদ্ধ একটি বহিঃপ্রকাশমূলক ও আনন্দঘন অনুভূতি। 

 

প্রেম কি - প্রেমের স্পেশাল চন্দ্র
প্রেম কি - প্রেমের স্পেশাল চন্দ্র


মনোবিজ্ঞানী চার্লস লিন্ডহোমের সংজ্ঞানুযায়ী প্রেম হল "একটি প্রবল আকর্ষণ যা কোন যৌন-আবেদনময় দৃষ্টিকোণ হতে কাউকে আদর্শ হিসেবে তুলে ধরে, এবং যাতে তা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হওয়ার মনোবাসনাও অন্তর্ভুক্ত থাকে।



বাংলাএর অভিধানে প্রেম এর সংজ্ঞা


প্রেম  অর্থ 1.প্রণয়, অনুরাগ ('প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে': রবীন্দ্র); 2 প্রীতি, স্নেহ ('যদি প্রেম দিলে না প্রাণে': রবীন্দ্র); 3 ভক্তি (ভগবত্প্রেম, দেশপ্রেম)। [সং. প্রিয় + ইমন্]। ̃ পত্র বি. প্রণয়ী বা প্রণয়িনীর চিঠি। ̃ পাত্র বি. ভালোবাসার জন বা ভালোবাসার পাত্র। ̃ বান বিণ. প্রেমময়। স্ত্রী. ̃ বতী। প্রেমানন্দ বি. 1 পাঁচ প্রকার আনন্দের অন্যতম; 2 ভালোবাসা-জনিত আনন্দ। প্রেমাবতার বি. জীবে প্রেমের অবতার চৈতন্যদেব। প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)। স্ত্রী. প্রেমিকা। প্রেমী (-মিন্) বিণ. প্রেমযুক্ত, অনুরক্ত।



প্রেমের স্পেশাল চন্দ্র 


লুকোচুরিই তো প্রেমের আসল মজা । যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজা চলে যায় ।”

—– আশুতোষ মুখোপাধ্যায়


বুঝে শুনে প্রেমে পড়তে হয়, কারণ একবার প্রেমে পড়ে গেলে এর থেকে উঠা প্রায় অসম্ভব” ।

— পদ্ম পাতা


“দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ।”

– হুমায়ূন আজাদ


প্রেম একটি চমৎকার অসুখ। কষ্ট পাওয়ার, তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য এমন অসুখ খুব বেশী নেই।”

– তপংকর চক্রবর্তী।


“প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না।”

– বায়রন।


“প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।”

– স্পুট হাসসুন


““প্রেম কোন জ্ঞান বা বিজ্ঞান নয়, বই বা কাগজও নয়। অন্যরা যা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না।”

– জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

এই ছিল আজকের আর্টিকেল আশা করি ভালো লেগেছে , সবাইকে ধন্যবাদ ।


আরো পড়ুন : ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়

Post a Comment

Previous Post Next Post

Contact Form